বাগমারায় বিষ প্রয়োগ করে ৬টি মৎস অভয়াশ্রমের মাছ হরিলুট
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহীর বাগমারা উপজেলার বারনই নদীর একডালা থেকে তাহেরপুর পর্যন্ত ৬টি মৎস অভয়াশ্রমের মাছ লুটের ঘটনা ঘটেছে।বারনই নদীদে মৎস্য অভয়াশ্রম গুলোতে রাতে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ নিধন ও লুট করা হয়েছে। বুধবার ২৭ মার্চ, সরেজমিনে সকাল ১১টার দিকে দেখা যায়, মির্জাপুর তালতলি অভয়াশ্রম এলাকায় স্থানীয় রাজু সহ তার কয়েক জন সহযোগী নিয়ে মাছ শিকার করছে। অভয়াশ্রমে পোনা থেকে শুরু করে দেশি প্রজাতির ডিমওয়ালা বড় বড় মা-মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এলাকাবাসী সূত্র জানায়, বাগমারার বারনই নদীর অভয়াশ্রম থেকে মাছের বিস্তার ঘটে। শুকনো মৌসুমে এখানে মা-মাছ সংরক্ষণ করে বর্ষার পানিতে ছেড়ে দেওয়া হয়। তাই এ অভয়াশ্রমে শুকনো মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ মোতায়েন করা হয়েছি কিন্তু পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও মাছ শিকার শুরু হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। ঘটনাস্থল গুলোতে পরিদর্শন করেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।এ সময় তিনি সাংবাদিকদের বলেন,কল কারখানার বিষাক্ত বর্জ্য থেকে পানি দূষিত হওয়ার কারণে এ মাছ ভাসতে পারে বলে।তবে তদন্ত হবে বলে জানান তিনি।তবে এলাকাবাসীর অভিযোগ এই অঞ্চলে কোন কল কারখানা নেই,বিষ প্রয়োগ করেছে কে বা কারা। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম বলেন,ঘটনা জানার পর আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশ মোতায়েন করেছি।প্রয়োজনে তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |