তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
শ্রীবরদী,জোবায়ের সোহাগ
|
শেরপুরের শ্রীবরদীর ঝগড়ার চর তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ এর উদ্দ্যোগে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠের সভাপতি ক্বারী নোমান বিন আব্বাস বলেন,উক্ত সামাজিক সংগঠনের মাধ্যমে ৮০ জন অসহায় দুস্থদের মাঝে জনপ্রতি ৩ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা, ১কেজি মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ বিতরণ করা হয়েছে। সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষগুলো কঠিন সময় পার করতেছে, এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরো বলেন, বিগত দিনেও তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও গ্রামে ৬০০ গাছ বিতরণ করি। কোভিড মহামারী সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সামাজিক সংগঠটি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা, সহ সা:সম্পাদক ছানোয়ার হোসেন, সদস্য আতিকুর রহমান, আমিনুল, কবির, সুমন, নাছির, রায়হান উজ্জ্বল, হারুন, সাদ্দাম, আলফাজ, আমিনুল,খলিল, মামুন সহ প্রমুখ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |