ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
শ্রীবরদী,জোবায়ের সোহাগ
প্রকাশ: Thursday, 28 March, 2024, 4:32 PM

তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শেরপুরের শ্রীবরদীর ঝগড়ার চর তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ এর উদ্দ্যোগে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ)  তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের  ক্বারী নোমান বিন আব্বাস এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য- এম এ হামিদ, প্রধান অতিথির বক্তবে বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র  মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের।এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ নামের  সামাজিক সংগঠন।

সংগঠের সভাপতি ক্বারী নোমান বিন আব্বাস বলেন,উক্ত সামাজিক সংগঠনের মাধ্যমে  ৮০ জন অসহায় দুস্থদের মাঝে জনপ্রতি  ৩ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা, ১কেজি মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম  সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ  বিতরণ করা হয়েছে। সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে  নিম্ন আয়ের মানুষগুলো কঠিন সময় পার করতেছে, এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরো বলেন,  বিগত দিনেও তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন, জলবায়ু  পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও গ্রামে ৬০০ গাছ বিতরণ করি। কোভিড মহামারী সংক্রমণ প্রতিরোধে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সামাজিক সংগঠটি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা, সহ সা:সম্পাদক ছানোয়ার হোসেন, সদস্য আতিকুর রহমান, আমিনুল, কবির, সুমন, নাছির, রায়হান উজ্জ্বল, হারুন, সাদ্দাম, আলফাজ, আমিনুল,খলিল,  মামুন সহ  প্রমুখ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status