ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
আমি একজন সেবক হিসেবে উপজেলাবাসীর পাশে থাকতে চাই: আশরাফ সিদ্দিকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 March, 2024, 4:17 PM

আমি একজন সেবক হিসেবে উপজেলাবাসীর পাশে থাকতে চাই: আশরাফ সিদ্দিকী

আমি একজন সেবক হিসেবে উপজেলাবাসীর পাশে থাকতে চাই: আশরাফ সিদ্দিকী

হবিগঞ্জের চুনারুঘাটে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন চুনারুঘাটের তরুণ সমাজকর্মী, জনদরদী, পরোপকারী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ সিদ্দিকী।

গতকাল বুধবার ২৭ মার্চ, উপজেলার ১০নং মিরাশী ইউপির নালমুখ বাজারে এলাকাবাসীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

আলহাজ্ব আশরাফ সিদ্দিকী চুনারুঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফরোজ মিয়া ও সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্কাস মিয়ার ছোট ভাই।

তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে তরুণ সমাজসেবক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকীকে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেব দেখতে চান চুনারুঘাট উপজেলাবাসী।

স্থানীয়রা জানান, এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন তিনি। শুধু তাই নয়, রাজধানীতে চুনারুঘাটের কোনো মানুষ অসুবিধায় পড়ে ওনার দ্বারস্ত হলে তিনি সহযোগিতা করেন।  

এছাড়াও এলাকাবাসীর যে কোন বিপদ-আপদে সবসময় সহযোগিতা করে আসছেন। অল্প কিছু দিনের মধ্যে স্থানীয় গণমাণুষের হৃদয়ের মাঝে আস্থা অর্জন করে নিয়েছেন তিনি। বর্তমান সময়ে এ রকম তরুণ সমাজ সেবকের প্রয়োজন। যার মধ্যে নেই কোনো হিংসা বিদ্বেষ। কাউকে পেলেই জড়িয়ে ধরে কথা বলেন প্রাণ খুলে।

এবিষয় জানতে চাইলে আশরাফ ছিদ্দিকী জানান, এলাকাবাসী চাইলে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক।

তিনি বলেন, এলাকাবাসীর পাশে এখনও আছি। আর ভবিষতেও পাশে থাকব। আমি একজন সেবক হিসেবে উপজেলাবাসীর পাশে থাকতে চাই। চেয়ারম্যান হলে চুনারুঘাট উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকবেন। 

তিনি বলেন, আমার উদ্দেশ্য হলো নিজ উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে তৈরি করা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status