শরীয়তপুরের যে সংঘর্ষের দৃশ্য সিনেমাকেও হার মানাবে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 March, 2024, 2:45 PM
শরীয়তপুরের যে সংঘর্ষের দৃশ্য সিনেমাকেও হার মানাবে!
শরীয়তপুরের ভেদরগঞ্জে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতার ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে সখিপুর থানায় এ মামলাটি দায়ের করেন কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান।
এর আগে গত বুধবার (২৭ মার্চ) সকালে দক্ষিণ মাথাভাঙা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটিতে গত ৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন চারজন। এতে চশমা প্রতীকের প্রার্থী এইচ এম কামরুল ইসলামকে মাত্র ৬৭ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান।
এরপর থেকে আধিপত্য বিস্তারে একসঙ্গে জোট বাঁধেন পরাজিত তিন প্রার্থী, এইচ এম কামরুল ইসলাম, ফজলুল হক কাওসার মোল্লা ও আব্দুল হাই। পদ্মা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বুধবার (২৭ মার্চ) পরাজিত তিন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলার এজাহার হাতে পেয়েছি। বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান এ মামলাটি করেছেন। এ ছাড়া আরেকটি মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত সেই এজাহারটি হাতে পাইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।