ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
চাঁদপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 March, 2024, 1:24 PM

চাঁদপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন। 

গতকাল বুধবার ২৭মার্চ, রাতে কালিয়াপাড়া-কচুয়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে কালিয়াপাড়ামুখী সিএনজিচালিত অটোরিকশা সামনে থাকা পিকআপভ্যানকে অতিক্রম করছিল। এ সময় সামনে থাকা একটি ভ্যানগাড়ি দেখতে পেয়ে হঠাৎ করেই গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এ সময় পেছনে থাকা পিকআপভ্যানটি তাদের ওপরে আছড়ে পড়ে। 
এ সময় ঘটনাস্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম প্রাণ হারান। হোসেনপুর এলাকার কৃষক আব্দুর রবকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আহতরা আশঙ্কামুক্ত নয়; তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status