চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতির ইফতার ও সম্মাননা প্রদান
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: Wednesday, 27 March, 2024, 9:07 PM
চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতির ইফতার ও সম্মাননা প্রদান
নোয়াখালীতে চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতির উদ্দ্যেগে আলোচনা সভা, পরিচিতি পর্ব, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আগত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে বরন করা হয়। বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের একটি চাইনিজ রেস্টুরেন্টে উপদেষ্টা তাজুল ইসলাম মানিক ভূঁইয়া পরিচালনায় সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপদেষ্টা নুর হোসেন মাসুদ, মোরশেদুল আলম ফয়সাল, কাউন্সিলর নুরুল ইসলাম বাবুল, মোঃ জাফর ইকবাল রুপক ও মোঃ সাইফুল ইসলাম।
বক্তব্যে অতিথিরা বলেন, চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতির মাধ্যমে ব্যাবসায়ীদের কল্যাণ নিরন্তর কাজ করা যাওয়ার ঘোষণা দেন। এছাড়াও ব্যবসায়ীদের যে কোন বিপদ আপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়াও সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের উন্নয়ন ছাড়াও সামাজিক কাজ করতে চায় সমিতি সদস্যরা।
এই সময় উপদেষ্টা মন্ডলি, পরিচালনা কমিটি সহ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন সুজন, সহ সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ সাইফুদ্দীন রুপক, কোষাধ্যক্ষ আবদুর রহমান, দপ্তর সম্পাদক শাকিব হোসাইন, প্রচার সম্পাদক সুজন চন্দ্র দাস, অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সহ আরো অনেকে।