ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
দুই বিমানের মধ্যে সংঘর্ষ, অল্পের জন্য বেঁচে গেলেন শতাধিক যাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 March, 2024, 7:44 PM

দুই বিমানের মধ্যে সংঘর্ষ, অল্পের জন্য বেঁচে গেলেন শতাধিক যাত্রী

দুই বিমানের মধ্যে সংঘর্ষ, অল্পের জন্য বেঁচে গেলেন শতাধিক যাত্রী

ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানে ধাক্কা দিয়েছে অপর একটি বিমান।

কর্মকর্তারা বলছেন, রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ উভয় বিমানের চালককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। আর পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।

এক ডিজিসিএ কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছি। উভয় চালককে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চার জন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন।


সূত্র: এনডিটিভি

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status