শ্রীবরদী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্ধোধন
শেরপুর প্রতিনিধি মোঃ খোকন মিয়া
|
![]() শ্রীবরদী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্ধোধন বুধবার (২৭ মার্চ) সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে কথা বলেন- সেই সাথে দেশীও পাটের বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করে, শ্রীবরদী উপজেলা ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ১২ কেজি ইউরিয়া, বিতরণ করা হয় এসময় উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুজ্জামান ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া কুরিকাহিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খাননুন এসময় শ্রীবরদী উপজেলা সকল ইউনিয়নের সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |