প্রকাশ্যে এলো ‘ডেডবডি’ সিনেমার পোস্টার
নতুন সময় ডেস্ক
|
আসছে রোজার ঈদে মুক্তি পাবে প্রযোজক, পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এফডিসি প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে প্রকাশ হয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এ পোস্টার দুটিতে আছে রহস্য, অ্যাকশনের আভাস। মোহাম্মদ ইকবাল বলেন, বন্ধু ওমর সানি বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। তাই আসছি। ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি’। একটা কথা বলতে পারি এবারের ঈদে ‘ডেডবডি’ তুলকালাম করবে। এ সিনেমাতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সিনেমাটি ঈদে মুক্তি পাবে জেনে বেশ আনন্দিত তিনি। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা। ঈদে মুক্তির মিছিলে আছে ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ডেডবডি কতটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, খেলা তো সবাই খেলে। গোল করে কজন। আমি গোল করব। ঈদে যত ছবিই আসুক ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি প্রমুখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |