বাল্টিমোরের সেতুধসের ঘটনায় সর্বশেষ যা জানা যাচ্ছে
নতুন সময় ডেস্ক
|
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি কন্টেইনার জাহাজের ধাক্কায় চার লেনবিশিষ্ট ফ্রান্সিস স্কট কি সেতুর একাংশ ভেঙে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে সেতুর একটি পিলারে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |