ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
অভিযুক্ত চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের
মোঃ ফখরুল ইসলাম ,চুয়াডাঙ্গা
প্রকাশ: Tuesday, 26 March, 2024, 11:55 PM

অভিযুক্ত চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

অভিযুক্ত চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

কৃত্রিম প্রজনন এর বিপরীতে অতিরিক্ত সেবা মূল্য নিয়ে প্রতারণা করার অভিযোগের  অভিযুক্ত পশু চিকিৎসক আব্দুল মান্নানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সজল আহমেদ। এর আগে ক্ষতিগ্রস্ত খামারি আশাবুল হক পল্লী চিকিৎসক আব্দুল মান্নানকে অভিযুক্ত করে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান।

গতকাল সহকারী পরিচালক সজল আহমেদ অভিযোগকারী খামারী ও অভিযুক্ত চিকিৎসককে তার দপ্তরে ডেকে ওই চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডিত অর্থ থেকে পঁচিশ ভাগ টাকা ক্ষতিগ্রস্ত খামারির হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার বেগুয়ারখাল গ্রামের আশাবুল হক একজন খামারী এবং এই খামারের উপর তার পরিবার অনেকাংশে নির্ভরশীল। খামারের একটি গাভীকে কৃত্রিম প্রজননের জন্য আশাবুল হক পশু চিকিৎসক আব্দুল মান্নানকে খামারে ডেকে নেন। আব্দুল মান্নান গাভীর প্রজনন সেবামূল্য বাবদ তিন হাজার টাকা নেন। পরবর্তীতে গাভী গর্ভধারণ না করলে আবারও তাকে ডাকেন এবং তিনি পুনরায় দুই হাজার পাঁচশত টাকা নেন। একই ঘটনা তৃতীয়বারের মত ঘটলে তিনি আবারও সেবামূল্য বাবদ এক হাজার পাঁচশত টাকা নেন। চিকিৎসক আব্দুল মান্নান তিন বারই ব্রাহমা সিমেন দেওয়ার কথা বলে টাকা নেন কিন্তু বাচ্চা হয় শাহিওয়াল ক্রস। চিকিৎসক আব্দুল মান্নাননের এমন প্রতারনার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে অভিযোগে জানান খামারি আশাবুল হক।
খামারি আশাবুল হক চিকিৎসক আব্দুল মান্নানের প্রতারনার এমন প্রসঙ্গ তুলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সজল আহমেদ পক্ষে বিপক্ষের কথা শুনে চিকিৎসকের প্রতারনার বিষয়টি জানতে পারেন। এরপর অভিযুক্ত চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status