ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 26 March, 2024, 11:27 PM

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ২০২৩-২০২৪  গুচ্ছের (কৃষি) আওতায় প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. একেএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‌‘এ বছর কৃষি গুচ্ছে লিডিং ইউনিভার্সিটি হিসেবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি। এর আওতায় দেশের ৯ বিশ্ববিদ্যালয় মিলে কৃষি গুচ্ছে চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত। আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভিসি প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থী ভর্তির পর আমরা পাঠকার্যক্রম শুরু করবো। কুড়িগ্রাম শহরের টেক্সটাইল মিলস সংলগ্ন রেলক্রসিংয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য অস্থায়ী ভবন ভাড়া করা হয়েছে। সেখানেই একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।’

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে ভিসি বলেন, ‘নদ-নদী ও চরাঞ্চল অধ্যুষিত কুড়িগ্রাম জেলায় ১৬টি প্রবাহমান নদী থাকলে সেগুলোতে মাছের অভাব রয়েছে। নদীগুলোকে ফিশারিজ হাব করা য়ায় কিনা সেটা আমরা কোর্স কনটেন্টে রেখেছি। কৃষির জন্য বিশ্ববিদ্যালয়ে চর কৃষি উন্নয়ন ইনস্টিটিউট করা হবে। চরে উৎপাদন উপযোগী নতুন নতুন ভ্যারাইটি, হাই ভ্যালু ক্রপ উদ্ভাবনে উদ্যোগ নেওয়া হবে। গবেষণা, উদ্ভাবনসহ বিশ্ববিদ্যালয়ের যা কাজ তার সবকিছুই বিশ্ববিদ্যালয়ে থাকছে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status