২৫ শে মার্চ কাল রাতকে স্মরণ করে সোহরাওয়ার্দী কলেজে মোমবাতি প্রজ্জ্বলন
অবন্তিকা সাহা
|
![]() ২৫ শে মার্চ কাল রাতকে স্মরণ করে সোহরাওয়ার্দী কলেজে মোমবাতি প্রজ্জ্বলন সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই সময় মোমবাতির হাতে কলেজ প্রাঙ্গনে অবস্থান করে তারা। এই সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ,অধ্যাপক মোঃ মোহসিন কবির,অফিসার্স কাউন্সিলের সম্পাদক মোতালিব হোসেন সহকারে কলেজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের সভাপতি সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারন সম্পাদক আশিকুর ইসলাম আশিক সহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এই রাতে অন্ধকারে নিরীহ নিরস্ত্র বাঙ্গালীদের উপর হায়নার মতো আক্রমণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকার রাস্তায় এবং অলি-গলিতে বাঙ্গালীদের রক্ত খেলায় তারা মেতে ওঠে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে হত্যা করে। এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছিল।এর আগেই তিনি স্বাধীনতার ঘোষণা করেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |