ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
সালাউদ্দিন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন: মইন আলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 2:05 PM

সালাউদ্দিন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন: মইন আলি

সালাউদ্দিন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন: মইন আলি

দেশী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বসেরা কোচ। এমনটাই ইংলিশ অলরাউন্ডার মইন আলির মত। অবাক হয়েছেন, কেন তিনি বাংলাদেশের হেড কোচ নন মইন আলী সালাউদ্দনের মর্ম বুঝলেও বিসিবির দেশী কোচে এলার্জি। ইংলিশ ক্রিকেটারের দেখা বিশ্ব সেরা ৫ কোচের একজন হয়েও মোহাম্মদ সালাউদ্দিনরা বাংলাদেশে থাকেন ব্রাত্য।

না ভুল শুনেননি, যা শুনেছেন সেটাই বলেছেন মইন আলী… অবাক হচ্ছেন তো? হবার মতই… নামটা ইংলিশ ক্রিকেটারের না হয়ে অন্য কেউ হলে তাকে পাগল না বলে উপায় ছিলো কি?… যা বলেছেন সেটাই কি বুঝাতে চেয়েছেন মইন আলী…? যিনি কিনা খেলেছেন বিশ্বের নামী দামী কোচের অধীনে, দীক্ষা নিয়েছেন কত কত হাই প্রোফাইল কোচের কাছে, কাউন্টি ক্রিকেটে কিংবা ইংল্যান্ড ক্রিকেটে দলে… সেই মইন আলীর কাছেই কিনা বিশ্ব সেরা পাঁচ কোচের একজন মনে হলো এই বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিনকে? অবিশ্বাস্যই বটে।

মইন আলি অবাক হচ্ছেন সালাউদ্দিনকে বাংলাদেশের হেড কোচ হিসেবে না দেখে… কিন্তু এই ইংলিশ ক্রিকেটার জানেন না এ দেশে বড় স্বপ্ন দেখতে মানা দেশী কোচদের… মাহবুব আলী জ্যাকিরা নিজ দেশের কোচ হতে ইন্টারভিউ দিতেই আসেন চাকরিটা হবে না জেনে। বুকে কষ্ট তবু ফিরে যান হাসি মুখে।

অথচ তাসকিন, মুস্তাফিজরা গড়ে ওঠেন তাদের হাত ধরে। বিপদে পড়লে সাকিবের মত ক্রিকেটারের পাশে দাঁড়াতে হয় সালউদ্দিনকেই। অথচ তুষার ইমরানরা জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করলেও সেই আবেদপত্রটা পৌঁছায়না সঠিক ঠিকানায়, বিসিবিরই দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বহীনতা আর অবহেলায়। কোচ মানেই তো বিদেশী,অলিখিত এক সংবিধান বিসিবির।

হাথুরুসিংহেরা থাকেন জাতীয় দলের দায়িত্বে, অথচ বিপদে সাকিব আল হাসান ঠিকই ফিরে আসেন সেই সালাউদ্দিনদের কাছে। কখনো ডেকে নিয়ে যান বিদেশে।

বিশ্ববিখ্যাত কোচ যখন নিজ দেশ থেকে বহিষ্কার হন তখন উচ্চ বেতনে চাকরি পান এই বাংলাদেশে। হাথুরুসিংহেরা যখন দলের সঙ্গে থাকেন তখন সাকিব বিশ্বকাপে নিজের দল রেখে ছন্দে ফিরতে ছুটে আসেন দেশে, দেশী কোচদের কাছে। তবু জাতীয় দলে ভিরতে মানা দেশী কোচদের। ওই যে সেটা লিখা বিসিবির অলিখিত সংবিধানে… জাতীয় দলের কোচ হতে মানা দেশী কোচদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status