সাংবাদিকদের সাথে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রুপার মতবিনিময়
জাবের বিন রহমান আরজু ,চন্দনাইশ
|
![]() সাংবাদিকদের সাথে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রুপার মতবিনিময় ১২ই ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় কামেলা খানম রুপা সাংবাদিকদের বিভিন্ন কাজের প্রশংসা করে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সঠিক তত্ত্ব উপাত্তের ভিত্তিতে লেখনীর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। বিভিন্ন উপজেলায় হলুদ সাংবাদিকতার চর্চা দেখা যায়, কিন্তু চন্দনাইশের সাংবাদিকগণ হলুদ সাংবাদিকতা চর্চা করে না। অল্পদিনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। বাকি দিনগুলোতে সাংবাদিকদের প্রতি তাকে সহযোগিতা করার আহবান জানান। উল্লেখ্য গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিন বারের উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী পদত্যাগ করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য হয়। পরে গত ১১ই জানুয়ারি উপজেলা পরিষদের সভায় মোট ১৫ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে অস্থায়ী চেয়ারম্যান নির্বাচিত হন এডভোকেট কামেলা খানম রুপা। এর আগে তিনি উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |