রোজার আগেই আসছে ৩৩৩ হটলাইন, দাম বেশি নিলেই করা যাবে কল
নতুন সময় প্রতিবেদক
|
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, খাদ্য ও কৃষিপণ্য যৌক্তিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে ৩৩৩ হটলাইনে যে কেউ ফোন দিয়ে অভিযোগ জানাতে পারবেন। এ সেবা রোজার আগেই চালু করা হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বক্তৃতাকালে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা সংস্কারের চেষ্টা করছে সরকার; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করছে। প্রত্যেকটি পণ্যের দাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে মনিটর করা হচ্ছে। রমজানের আগে ৩৩৩ হটলাইন চালু হবে জানিয়ে টিটু বলেন, ‘খাদ্য ও কৃষিপণ্য যৌক্তিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে যে কেউ হটলাইনে ফোন দিতে পারবেন। আমরা ব্যবস্থা নিব।’ বাজারে কোনো পণ্যের অভাব নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারলে অবৈধ মজুতদাররা সুবিধা করতে পারবে না। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাভাবিক আইন প্রয়োগ করেই বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রয়োজন হলে জরুরি আইন প্রয়োগ করা হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |