এই প্রথম প্লেবয়ে টপলেস হলেন কোনও রাজকন্যা
নতুন সময় ডেস্ক
|
অমর একুশে বইমেলায় আসছে র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকা ![]() এই প্রথম প্লেবয়ে টপলেস হলেন কোনও রাজকন্যা খন্দকার আল মঈন জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বই দুটি মেলার ৬৩ ও ৬৪ নম্বর স্টলে পাওয়া যাবে। ‘মাদকের সাতসতেরো’ বইটি সম্পর্কে জানা গেছে, র্যাবের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে মাদক সেবনকারী ও মাদক কারবারিদের সম্পর্কে প্রাপ্ত তথ্য যাচাই বাচাই ও বিশ্লেষণের মাধ্যমে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটারই প্রতিফলন ঘটিয়েছেন লেখায়। বইটিতে তিনি মাদক সেবনের ভরাবহ ক্ষতিকর প্রভাব এবং মাদক কারবারিদের ভয়ানক ও অন্ধকার রূপের কথা তুলে ধরেছেন। দিয়েছেন সমাজ থেকে মাদককে সমূলে উৎপাটিত করার রূপরেখা। খন্দকার মঈন তার দায়িত্ব পালনের সময় একজন কিশোর কীভাবে অপরাধের দিকে ঝুঁকে পড়ে তা খুব কাছে থেকে দেখেছেন। তার পেশাগত অভিজ্ঞতা ও নিবিড় পাঠের ফসল কিশোর গ্যাং বইটি। তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কিশোর গ্যাংয়ের উত্থান সংশ্লিষ্ট নানা বিষয় প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ ও গবেষণালব্ধ বাস্তব অজ্ঞিতারই প্রতিফলন ঘটিয়েছেন এই বইতে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |