ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
সেই বিসিএস ক্যাডার হ্যাপী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 February, 2024, 11:04 AM

সেই বিসিএস ক্যাডার হ্যাপী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

সেই বিসিএস ক্যাডার হ্যাপী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

সেন্টমার্টিনে ভ্রমন করতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীকে (৩১) কক্সবাজারের আবাসিক হোটেলের কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।

 গতকাল শুক্রবার রাত ৩টার দিকে শহরের কলাতলী সড়কের হোটেল-মোটেল জোনের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকার এ আর গেষ্ট হাউসের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। 

[৪] এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, গেল ৪ ফেব্রুয়ারী সেন্টমার্টিনের হোটেল সি ভিউ রিসোর্ট থেকে ভোর বেলা একা বের হন হ্যাপী। এরপর আর হোটেলে না ফেরায় তার এক বান্ধবী টেকনাফ থানায় সেদিনই একটি জিডি করেন। এরপর তার মোবাইল ট্রেকিং করে পুলিশ। তখন তার মোবাইল লোকেশন শহরের সুগন্ধা পয়েন্টে পাওয়া যায়। এর ৫ দিন পর শুক্রবার রাতে তাকে একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়।


হ্যাপীর বরাত দিয়ে ওসি আরও বলেন, তার ব্যাক্তিগত সমস্যা এবং বিসিএস‘র ফলাফল মনের মত না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনটাকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁছে নিয়েছে হ্যাপী। তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। তাকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী বলেন, হ্যাপীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করে সরকার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status