ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
রাতে ফোন কলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন ঢাবি অধ্যাপক!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 February, 2024, 2:04 AM

রাতে ফোন কলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন ঢাবি অধ্যাপক!

রাতে ফোন কলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন ঢাবি অধ্যাপক!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী ছাত্রী।

লিখিত অভিযোগে তিনি বলেন, শিক্ষক নাদির জুনাইদ তাকে প্রায়ই অরুচিকর কথাবার্তা বলতেন। রাতে ফোন কল করে নানান যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলতেন। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাবও দিতেন।

তিনি জানান, নাদির তাকে বাসায় ডাকতেন। তিনি বিষয়টি নানাভাবে এড়িয়ে যেতেন। তার হয়রানিতে একপর্যায়ে মানসিক ট্রমায় ভুগতে থাকেন তিনি (ছাত্রী)। রাতে ঘুমাতে পারতেন না। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থী প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন। গত বছরের শুরুতে তিনি মানসিক কাউন্সিলিংও করেন। অধ্যাপক নাদিরের হয়রানি থেকে বাঁচতে তৃতীয় বর্ষে থাকাকালীন তিনি সিদ্ধান্ত নেন, মাস্টার্স না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়বেন।

ওই শিক্ষার্থী বলেন, আমি সাধারণ ছাত্রী, আর তিনি ক্ষমতাধর, এটা ভেবে দেড় বছর অত্যাচার সহ্য করেছি। তিনি আমরা শরীর নিয়ে স্পর্শকাতর মন্তব্য করতেন। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রলোভন দেখাতেন। বিয়ে করে সম্পত্তির উত্তরাধিকার বানানো, আর্থিক সচ্ছ্বলতার প্রলোভনও দিতেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, এমন অশালীন এবং অস্বস্তিকর কথা বলতেন।

এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি ব্যাচের ২৮ শিক্ষার্থী।

ওই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি পরীক্ষার ফল খারাপ করিয়ে দিয়েছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status