বিসিবির কার্যক্রম নিয়ে ফারুক আহমেদের বিস্ফোরক মন্তব্য
নতুন সময় প্রতিবেদক
|
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে অধিনায়ক ঘোষণা করা বিসিবির ট্রেন্ড হয়ে গেছে বলে জানান তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ভরাডুবির আশঙ্কা করছেন তিনি। অভিযোগ করে জানান, বর্তমান নির্বাচক প্যানেল স্বাধীনভাবে দল নির্বাচন করতে পারেনা। ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াড আর দল নিয়ে যে বাজে অবস্থার তৈরি হয়েছিলো তার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ড সফরেও নেতৃত্ব নিয়ে সঙ্কটে পরেছিলো ক্রিকেট বোর্ড। সেই সঙ্কট এখনো পিছু ছাড়েনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র সাড়ে ৩ মাস বাকি অথচ এখনও অধিনায়ক চূড়ান্ত নয়। তাতে ওয়ানডে বিশ্ব আসরের মতো করুণ পরিণতির আশঙ্কা করছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমি যা দেখছি সর্বশেষ তিন-চারটি সিরিজ আমরা যা দেখেছি। তামিম কাণ্ড, মাহমুদউল্লাহ যাবে কী যাবে না। এগুলো খুবই বাজে চর্চা। যত মেধার অধিকারী আপনি হন না কেনো, যদি আপনি সময় না পান একটা দল নিয়ে তাহলে আপনার কাজ করার সুযোগ নেই আসলে। বর্তমান নির্বাচক প্যানেলের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন ফারুক আহমেদ। তারা স্বাধীনভাবে দল নির্বাচন করতে পারে না আর তাতে বর্তমান প্যানেলের কোন অভিযোগ নেই বলে মনে করেন তিনি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অনেক নতুন ও তরুণ ক্রিকেটার উঠে আসলেও বিপিএল ব্যতিক্রম। বিসিবির পরিকল্পনায় ত্রুটি খুঁজে পাচ্ছেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বলেন, ফার্স্ট ডিভিশন ক্রিকেটে এখন একশো রান করলে ম্যাচ জেতা যায়। উইকেটে অবস্থা এতটাই খারাপ। আমরা কোন পথে যাবো, কোন পথে আগালে ভালো হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |