ফরিদপুর বিশ্বওলী মন্জিলে বিশ্ব উরস শরীফ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে
সেক মোহাম্মদ আফজাল ,ফরিদপুর
|
![]() ফরিদপুর বিশ্বওলী মন্জিলে বিশ্ব উরস শরীফ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আখেরী মুজাদ্দেদ,আল্লাহ ও রাসুল পাকের মহব্বতের সূর্য বিশ্বওলী হযরত মাওলানা খাজাবাবা শাহসূফী মুহাম্মাদ হাশমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী ছাহেবের রুহ- পাকের হুজুরের বেছালাত স্মরণে আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার এবং মঙ্গলবার বিশ্ব উরস শরীফ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশ এবং দেশের বাইরে থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুমিন মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা এই উরস শরীফে সমবেত হবে। বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ছাহেবের আধ্যাত্নিক প্রতিনিধি ও জেছমানী আওলাদ পীরজাদা, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মহা পবিত্র উরস শরীফ ও মহাসম্মেলনে উপস্থিত থাকবেন। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে বিশ্বওলীর রওজা মুবারক জিয়ারত তেলোয়াতে কালামে পাক, জিকির আসগর,মোরাকাবা মোশাহেদা, ওয়াজ নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত নামজের পাশাপাশি নফল এবাদত মধ্যে দিয়ে উরস শরীফ অনুষ্ঠিত হবে। জাকের পার্টির প্রায় ২৬ টি অংগসংগঠন উরস শরীফের কাজ করছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |