রাঙ্গামাটিতে বিষপানে এক নারীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙ্গামাটিতে বিষপানে এক নারীর আত্মহত্যা বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা বলেন, পরিবারে অর্থনৈতিক টানাপোড়নের ফলে মধুমিতার মানসিক দুশ্চিন্তা ছিলো। হয়তো সে কারণে মধুমিতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মধুমিতাকে অসুস্থ অবস্থায় যখন পাওয়া যায় তখন স্বামী কৃষ্ণ সাজেকে কাজে ছিলেন বলেও জানান মেম্বার। শুক্রবার রাত পৌনে একটায় মুমূর্ষু অবস্থায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মধুমিতাকে মৃত ঘোষণা করেন। মৃত মধুমিতার মেয়ে জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই। তাই পায়ে হেঁটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচতে পারলাম না তিনি কী কারণে বিষপান করেছেন তা জানি না। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |