ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
চাকরির প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে আটক দুই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 February, 2024, 3:06 PM

চাকরির প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে আটক দুই

চাকরির প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে আটক দুই

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া কথা বলে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় দুই জনকে আটক করেছে রাজবাড়ীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এসময় জব্দ করা হয়েছে ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, পাঁচটি আইডি কার্ড, সাত পাতা ব্যাংকের চেক, ৯টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, পাঁচটি চেক বই, তিনটি এটিএম কার্ড, নিয়োগের বিজ্ঞাপন, হিসেব লেখা ডায়েরিসহ বিভিন্ন প্রকার মালামাল।

আটকরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার শফিকুল ইসলাম ও নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর এলাকার আবু তাহের ওরফে ফয়সাল।

শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, শিগগিরই পুলিশের একটি নিয়োগ কার্যক্রম হবে। যে কারণে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। গোপন খবরে দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে। 

পুলিশ সুপার জানান, তারা শুধু পুলিশে নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা ৩০ লাখ টাকার ওপরে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। 

মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যুমাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status