নোয়াখালী ভাঙ্গারী ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় উদ্ভোধন
নতুন সময় প্রতিবেদক
|
নোয়াখালী ভাঙ্গারী ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ের অফিস উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মিল্লাদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় জেলা পরিষদ সুপার মার্কেটে প্রধান কার্যালয়ের অফিসে শুক্রবার বিকেলে সমিতির সকল সদস্যদের সাথে নিয়ে দোয়ার মাধ্যমে সমিতির গঠনতন্ত্র ও নিয়মাবলি পাঠদানের সহিত এই অফিস উদ্ভোধন করা হয়। বক্তব্যে তারা বলেন, এই সংগঠনটি একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। সমিতির নিয়ম অনুযায়ী ফেনী, লক্ষীপুর সহ শাখা অফিস ক্রমান্বয়ে করা হবে বলে জানানা তারা। সমিতির সাংগঠনিক অনুযায়ী ব্যবসায়ীদের সবসময় পাশে থাকার আহবানও জানান। সেই সাথে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী ভাঙ্গারী সমিতির অন্যতম উপদেষ্টা তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. সালাউদ্দীন সুমন, সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আবদুল কুদ্দুস, সিরাজ মিয়া, জাহিদুল হক আলো, শাহ জাহান এবং বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |