মেয়র প্রার্থী হচ্ছেন বাহারকন্যা সূচনা
নতুন সময় প্রতিবেদক
|
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তার নাম ঘোষণা করা হয়। সভায় নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। এরপর মহানগর সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। সভায় অংশ নিয়ে ডা. তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেক প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন। তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে বলছি না। তার ধমনীতে আমার রক্ত আছে। আমি বিশ্বাস করি, সে আমার মতোই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে ঠেকাতে পারে, কারণ সবার সমর্থন তার সঙ্গে আছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। তবে গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করে। তফসিল অনুযায়ী, কুসিক উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |