ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 9 February, 2024, 2:15 AM

হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু

হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু

বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।

ইজতেমার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল মোমিন জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই ইজতেমা উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সবচয়ে বড় জমায়েত। তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ দেশবরেণ্য আলেমরা বয়ান পেশ করবেন। বুধবার সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে মেডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মণ্ডল বলেন, ইজতেমা সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status