ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
পাথরঘাটায় প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১১ টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 February, 2024, 2:09 AM

পাথরঘাটায় প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১১ টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পাথরঘাটায় প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১১ টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পরকিয়া এবং কুপ্রস্তাবে রাজি না হওয়াই কাল হলো প্রবাসীর স্ত্রী ও তার স্বামীর। স্বামী-স্ত্রীর নামে একে একে ১১ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আরেক প্রবাসী আল মামুন ওরফে দেলোয়ার হোসেন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে দুই কন্যা সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী আসমা আক্তার। মায়ের পাশাপাশি বড় মেয়ে মারিয়াও আল মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

আল মামুন উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার মো. ধলু মিয়ার ছেলে।

আসমা আক্তার বলেন, আমার স্বামী সৌদি আরবে আল মামুনের সাথে একই কোম্পানিতে চাকরি করতো। কিছুদিন যাওয়ার পর আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওই দেশের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান এবং অসুস্থতার কথা আমাকে জানায়। প্রায়ই সেই সুযোগে স্বামীর খবরাখবর জানালে এক পর্যায়ে আল মামুন আমাকে কু প্রস্তাব দেয়, তাতে রাজি না হওয়ায় আমাকে রাজি করাতে স্বামী মনিরের পাসপোর্ট, ইকামাসহ যাবতীয় কাগজপত্র আল মামুন আটকে রেখে আমার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে সৌদি আরবে যেতে বলে, এছাড়াও বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ ও ইমোতে অশ্লীল ভিডিও পাঠাতো। আমার ছবি বানিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের দিলে আমি তার বিরুদ্ধে সাইবার ক্রাইম অপরাধে মামলা করি। কেউ কাউকে হয়রানি করবে না মর্মে ওই মামলা জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপোষ নিষ্পত্তি হয়।

আসমা আক্তার আরও বলেন, আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমার স্বামী কে জোর করে দেশে পাঠিয়ে দেয় আল মামুন। এরপর মামুন দেশে এসে এবং বিদেশে থেকে নিজে এবং তাদের লোক দ্বারা স্বাক্ষর জাল করে ষ্টাম্প তৈরি করে একে একে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আদালতে ১১ টি মামলা দেয়। বর্তমানে আমার স্বামী একটি মিথ্যা মামলায় জেলে হাজতে রয়েছে। মামুন আমাকে নিঃস্ব করে ফেলেছে। এছাড়াও তার সকল কুকর্মের প্রমাণাদি অনলাইনের মাধ্যমে তার স্ত্রীর কাছে প্রেরণ করেছি। তার বাবা-মাকেও জানিয়েছি তাতে কোন লাভ হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী আল মামুনের মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপ কল দিলেও রিসিভ করেনি। তাছাড়া হোয়াটসঅ্যাপে ক্ষুদ্র বার্তা দিলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status