দোহাজারী জাঃ আঃ উচ্চ বিদ্যালয়ের এসএসসি'২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
|
চট্টগ্রামের দোহাজারী জামিরজুরী আহমুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির উদ্দিন খান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আলী আকবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রধান শিক্ষক জাফর আহমদ। অনুষ্ঠানে বক্তারা তাদের সফলতার পিছনের গল্প শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের মাধ্যমে সফল হওয়ার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরা এখন অনেক সুযোগ সুবিধার মাধ্যমে পড়াশোনা করতে পারছে। আমরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেটে এই বিদ্যালয়ে এসে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছি। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেকেই সরকারী-বেসরকারী বিভিন্ন পদে দায়িত্ব রত রয়েছে। প্রচলিত ধার করা জ্ঞান প্রকৃত জ্ঞান নয়, বাস্তবমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের প্রতিভাকে প্রকাশ করাটাই প্রকৃত জ্ঞান।প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা গ্রহণ সফলতার অন্যতম কারণ বলে জানান বক্তারা। সিনিয়র শিক্ষক মোঃ হাসান আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আনিসুর রহমান, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সিনিয়র শিক্ষক সপন কুমার বড়ুয়া, ইসমাইল চৌধুরী, দোহাজারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোফাল কৃষ্ণ ঘোষ, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সদস্য নাফিজ ইসলাম সহ বিদ্যালয়ের বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা। পরে আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আলী আকবরের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ শেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু সাদেক মোঃ মুহসিন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |