ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ ২ জন নিহত
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 9 February, 2024, 1:55 AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ ২ জন নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ ২ জন নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে।  ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নছিমন গাড়ির ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকের ছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ আইজুদ্দিন (৭৫) ও অপরজন হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৮)। তারা উভয়ে বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটির ধাক্কায় মারাত্মক ভাবে আহত হলে প্রথমে তাদের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করা হয় পরে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগর কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। এ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ভটভটি চালকের হেলপারের দুপা থেতলে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, এ বিষয়ে কোন খবর পায়নি বলে জানান, খবর শুনে তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status