চট্টগ্রামের পাহাড়তলী থানায় অস্ত্রধারী যুবক আটক
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের পাহাড়তলী থানায় অস্ত্রধারী যুবক আটক আসামি রাহাতের বাড়ি ফেনী সদর থানার ফরহাদ নগরের কানু মেম্বারের বাড়ি। বর্তমানে রাহাত সরাইপাড়ার বঙ্গবন্ধু গলির মোজাম্মেলের ঘরে ভাড়া থাকেন। অফিসার ইনচার্জ পাহাড়তলী থানা মোহাম্মদ কেপায়েত উল্লাহ্'র নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয় এসআই (নিঃ) সৈয়দ মাইনউদ্দিন আহমদ ফয়সাল, এ-এসআই (নিঃ) নিজাম উদ্দিন, এ-এসআই (নি:) ফজলুর বারী, এ-এসআই(নি:) নিখিল চন্দ্র দাস সহ সঙ্গীয় ফোর্স। এই ব্যাপারে আসামীর বিরুদ্ধে পাহাড়তলি থানায় একটি অস্ত্র মামলা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |