মেহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় মিঠুন শাহা কারাগারে
সেলিম রেজা,মেহেরপুর
|
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মামলায় আটক সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার মিঠুন শাহাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আগের দিন মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রাম থেকে মিঠুন শাহাকে আটক করে। সাদ্দাম হোসেন ওরফ মিঠন শাহ চাঁদবিল গ্রামের মিঠুর ছেলে। জানা গেছে মিঠুন শাহা নামের ওই যুবক তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় চাঁদবিলের মানুষজন উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মেহেরপুর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে তার নামে একটি মামলা দায়ের হয়। পরে আদালতে নেওয়া হলে শনিবার মিঠুন শাহ আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |