কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম ধরলা নদীর পশ্চিম দিকের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুট্টা ক্ষেতের মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা ক্ষেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসীকে জানায়। স্থানীয় এলাকাবাসী জনৈক মৃত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ফুলবাড়ীর থানা পুলিশকে খবর দিলে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়, স্থানীয়রা অনুমান করে জানায়, লাশটি ৩/৪ দিন আগের হতে পারে। তার শরীর ফুলা ছিলো, লাশটির গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। লাশটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের একটি সুইটার রয়েছে। উদ্ধার কালীন সময়ে মৃত ব্যক্তির লাশ কেউ সনাক্ত করতে পারেনি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল অফিসার সুমন রেজা স্যার সহ আমি ফুলবাড়ী থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সুরতহাল রিপোর্ট ও অন্যান্য আইনগত বিষয়াদি পর্যালোচনা করে অজ্ঞাত মৃতদেহ সম্পর্কে জানানো যাবে। স্থানীয়রা মনে করছেন কেউ হয়ত হত্যা করে লাশ ভূট্রাক্ষেতে ফেলে রেখে পালিয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |