ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
চন্দনাইশে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 February, 2024, 1:26 AM

চন্দনাইশে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চন্দনাইশে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জ্ঞান অর্জন ও বিতরণ করতে হলে অবশ্যই পড়তে হবে। আলোকিত সমাজ গড়তে হলে বই পাঠে আগ্রহী করে তোলার বিকল্প নেই। বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ চন্দনাইশ'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ ফেব্ররুয়ারি শনিবার সকালে চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠক শফিউল আলম রাকিবের সভাপতিত্বে ও সাবরিনা আলম মুমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক শিক্ষাবিদ আবুল কালাম আজাদের পুত্র ছড়াকার ও শিক্ষক শাহজাহান আজাদ, প্রধান আলোচক ছিলেন যৌতুকবিরোধী সামাজিক সংগঠন 'সৃজনী' বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আহমদ ছফার ভাগ্নেপুত্র কবি মানজুর ছফা। স্বাগত বক্তব্য দেন সংগঠক ওয়াহিদুল আলম রাকিব।

 অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য, সাফাত বিন ছানাউল্লাহ্, শফিউল আলম রাকিব, আফরা নুর,সাজ্জাদ হোসেন, রাবিদা হক চৌধুরী, সালমা সুলতানা পিংকি, জোবায়েদ আলী সাজ্জিল মিফতাহুল মাহি, মাশরুফা তাবাসসুম রিয়ান, মিশকাতুল জান্নাত আদর, নওশিন জান্নাত, পিয়াল দে, সাজ্জাদ, মোহাম্মদ হাসান, আবদুল্লাহ চৌধুরী ফাহাদ, মনজুরুল ইসলাম, মহিউদ্দিন, শাওনুর রশিদ, অংকন পাল, সালমান ইসলাম প্রমূখ ।
স্বাগত বক্তব্যে ওয়াহিদুল আলম রাকিব বলেন ,বর্তমানে আমরা এক অন্ধকারাচ্ছন্ন সমাজে বাস করছি, সমাজের বেশিরভাগ তরুণ এখন মাদকাসক্তি সহ ইন্টারনেট আসক্ত হয়ে পড়েছে, এই আসক্তি হতে বেরিয়ে এসে একটি আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, চন্দনাইশে আমরা যখন প্রথম একটা বইমুখী প্রজন্ম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি তখন আমাদের সংখ্যা ছিলো খুবই নগন্য, আজ তা বিশালাকার ধারন করেছে। ধীরে ধীরে একটি সমাজ পরিবর্তন হয়, এভাবে একটি তরুণ সমাজ আসক্তি মাদকে নয় বইয়ে হবে। সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনটি ভিন্ন জায়গায় তিনদিন ব্যাপী বই বিনিময় উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে বই বিনিময়  ও শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status