চন্দনাইশে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() চন্দনাইশে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য, সাফাত বিন ছানাউল্লাহ্, শফিউল আলম রাকিব, আফরা নুর,সাজ্জাদ হোসেন, রাবিদা হক চৌধুরী, সালমা সুলতানা পিংকি, জোবায়েদ আলী সাজ্জিল মিফতাহুল মাহি, মাশরুফা তাবাসসুম রিয়ান, মিশকাতুল জান্নাত আদর, নওশিন জান্নাত, পিয়াল দে, সাজ্জাদ, মোহাম্মদ হাসান, আবদুল্লাহ চৌধুরী ফাহাদ, মনজুরুল ইসলাম, মহিউদ্দিন, শাওনুর রশিদ, অংকন পাল, সালমান ইসলাম প্রমূখ । স্বাগত বক্তব্যে ওয়াহিদুল আলম রাকিব বলেন ,বর্তমানে আমরা এক অন্ধকারাচ্ছন্ন সমাজে বাস করছি, সমাজের বেশিরভাগ তরুণ এখন মাদকাসক্তি সহ ইন্টারনেট আসক্ত হয়ে পড়েছে, এই আসক্তি হতে বেরিয়ে এসে একটি আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, চন্দনাইশে আমরা যখন প্রথম একটা বইমুখী প্রজন্ম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি তখন আমাদের সংখ্যা ছিলো খুবই নগন্য, আজ তা বিশালাকার ধারন করেছে। ধীরে ধীরে একটি সমাজ পরিবর্তন হয়, এভাবে একটি তরুণ সমাজ আসক্তি মাদকে নয় বইয়ে হবে। সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনটি ভিন্ন জায়গায় তিনদিন ব্যাপী বই বিনিময় উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে বই বিনিময় ও শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |