ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ইসমাইল ইমন চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 4 February, 2024, 1:22 AM

চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নগরীর অদূরে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কাট্টলি সমুদ্র সৈকতে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে দেশী- বিদেশী হাজারো ফুলের সমারোহে গড়ে উঠা ডিসি পার্কে ২৫ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী ফুল উৎসব ২০২৪ এ প্রতিনিয়তই বাড়ছে ফুল প্রেমী দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ হতে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে নগরীর দুই নং গেইট এলাকা হতে।    

৩ ফেব্রুয়ারি শনিবার বেলা তিনটায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান বাইচ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।     এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৬ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া) আংশিক আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সীতাকুন্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন, চট্টগ্রাম ১ মিরেরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। অতিথিদের বক্তব্যে সংসদ সদস্যরা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামের ইট পাথরের খাঁচায় বন্দী থাকা নগরীর বাসিন্দাদের বিনোদন ও উন্মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য এই ফুলের স্বর্গ তৈরি করে অনন্য অবদান রেখেছেন চট্টগ্রামবাসী ও আমরা তার এই অবদানকে সব সময় স্মরণ রেখে যেকোন সহযোগিতায় পাশে থাকবো। তিনি নগরীর বাসিন্দাদের ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য দখল হয়ে যাওয়া একাধিক মাঠ উদ্ধার করে দিয়েছেন। যার কারণে ছেলেমেয়েরা এখন খেলার মাঠে স্বাধীনভাবে বিচরণ করতে পারছে। অনুষ্ঠানের শেষ পর্বে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সাম্পান বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদল প্রথম স্থান অধিকারকারী অভয়মিত্র ঘাট সাম্পান সমিতি, দ্বিতীয় স্থান অধিকারকারী ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান সমিতি ও তৃতীয় স্থান অধিকারকারী পাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি'র সদস্যদের হাতে অতিথিরা উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status