ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ভোটের আগে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 November, 2023, 12:38 AM

ভোটের আগে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা

ভোটের আগে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা

খেলাপি ঋণ থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। যে কারণে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই ঋণ পরিশোধ করেছেন।

কেউ কেউ প্রভাব খাটিয়ে নানা সুযোগ-সুবিধা নিয়ে ঋণ নিয়মিত করছেন। ফলে চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সেপ্টেম্বর-২০২৩ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হার কমে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা।

তিন মাস আগে ৩০ জুনে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের টাকার পাশাপাশি হারও কমেছে।

নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলিকরণ বাড়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ কমছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাধারণত ব্যবসায়ীদের বড় একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করেন। খেলাপি থাকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই নির্বাচনকে সামনে রেখে পুনঃতফসিলিকরণ বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status