ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
গোদাগাড়ীতে যাত্রীবাহি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 20 November, 2023, 11:27 PM

গোদাগাড়ীতে যাত্রীবাহি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

গোদাগাড়ীতে যাত্রীবাহি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হরতালের মধ্যে শিমু নূর তাজ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমূখে যাচ্ছিল। 

এ সময় সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঠিক মাগরিবের আজানের সময় বাসের পেছনে দুই পাশে থাকা দুটি মটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ যুবক বাসটিকে ধাওয়া করতে করতে রাজশাহী-চাঁপাই মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এসে ২ টি পেট্রোল বোমা বাসের ভেতরে ছুঁড়ে মারে। 

এতে প্রথমে বাসটিতে হালকা আগুণের সূত্রপাত হলে বাসের চালক বাস থামিয়ে যাত্রীদের দ্রুত নিচে নামতে সাহায্য করেন এবং নিজেও নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শণ করে গণমাধ্যমকে জানান, পেট্রোল বোমায় বাসটি সম্পূর্ণরুপে পুড়ে গেলেও যাত্রী সাধারনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

তবে বাসে আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণ নেয়, এসময় পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে বাসটিকে সরিয়ে দিলে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতী স্বাভাবিক হয়। তবে কে বা কারা চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তাৎক্ষনিক তা জানা না গেলেও দূর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায় শীঘ্রই তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status