ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
প্রকাশ: Monday, 20 November, 2023, 10:54 PM

নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক

নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। 

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সসম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। 

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাবের প্রার্থী ও সকল সদস্যদের অংশ গ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ বিকেলে প্রাপ্ত ফলাফলের জন্য ক্লাবের সম্মুখে হাজার হাজার মানুষের মধ্যে একটি আনন্দধারা,  উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সবাই ফলাফলের অপেক্ষা করছে, ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর ক্লাবের দায়িত্ব পালন করবেন। 

জানা যায়, নবনির্বাচিত কমিটিকে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে খুব শীঘ্রই নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শপথ বাক্য পাঠ করাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status