কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর মিছিল থেকে৮ নেতাকর্মী আাটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রাম জেলা ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতে ইসলামীর মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। সোমবার ২০ নভেম্বর সকালে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদের আটক করা হয়। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বর জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে একটি মিছিল বের করে জামায়াতে ইসলামী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াতে ইসলামীর ৮ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |