ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
জাতীয় ঢাকা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: Monday, 20 November, 2023, 1:24 AM

জাতীয় ঢাকা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত

জাতীয় ঢাকা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত

১৮ই নভেম্বর ২০২৩ইং তারিখে জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর অস্থায়ী কার্য্যালয়ে এক সাধারন সভায় জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি ঘোষিত হয়। 

ঢাকা টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে সভাপতি এবং দৈনিক দেশপ্রেম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ট্রষ্টি বোর্ডের সদস্য মোঃ আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

ঘোষিত কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহ সভাপতি-শাহ আলম (ডিজিটাল বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম ও ট্রষ্টি বোর্ডের সদস্য), সহ সভাপতি-জয়নাল আবেদীন (দৈনিক গ্রামীণ সংবাদ ও ট্রষ্টি বোর্ডের সদস্য), সহ সভাপতি-নৃপেন ঘোষ (প্রতিষ্ঠাতা সহ সভাপতি ঢাকা প্রেস ক্লাব), সহ সভাপতি-সাখাওয়াত হোসেন (দৈনিক মানবাধিকার খবর), সহ সভাপতি-শেখ নাসির উদ্দিন (দৈনিক প্রথম সকাল), সহ সভাপতি-আনিচুজ্জামান মোল্যা (এটিভি নিউজ), সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক-জাকির এইচ তালুকদার (দৈনিক দেশকাল), যুগ্ম সাধারন সম্পাদক-ডঃ আবুল কালাম আজাদ (দৈনিক গ্রামীন কৃষি), যুগ্ম সাধারন সম্পাদক-মোঃ জুবায়ের হোসেন যাদু (দৈনিক দেশ প্রতিদিন), যুগ্ম সাধারন সম্পাদক-ডাঃ এম সাইফুল আলম (ডিজিটাল বাংলাদেশ), দপ্তর সম্পাদক-তরিকুল ইসলাম তারিক (সাপ্তাহিক সৌহার্ধ্য), সাংগঠনিক সম্পাদক-মোঃ নাসির উদ্দিন সরদার (দৈনিক রাজবাড়ী সময়), সাংগঠনিক সম্পাদক-রফিকুল ইসলাম কাজল (সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান),  সাংগঠনিক সম্পাদক-মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন (সারা বিশ্ব ডটকম), সাংগঠনিক সম্পাদক-তোফা সানি (দৈনিক ভোরের পাতা, গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক-মোঃ হাসিবুর রহমান শিপন (দৈনিক রুপবানী), সহ সাংগঠনিক সম্পাদক-আমিনুল ইসলাম (গ্রামীণ স্পোর্টস ডটকম), কোষাধ্যক্ষ-আলিমা বিনতে এনি (দৈনিক গ্রামীণ সংবাদ ও ট্রষ্টি বোর্ডের সদস্য), সহ প্রচার সম্পাদক-মোঃ রিপন মিয়া (দৈনিক সংবাদ দিগন্ত), আইন বিষয়ক সম্পাদক-এ্যাডভোকেট আবদুর রহমান (TV Bangla 24), ত্রান ও সমাজ কল্যান সম্পাদক-মোঃ কামাল উদ্দিন মোল্লা (সাপ্তাহিক দূর্নীতির সন্ধানে), সহ বন ও পরিবেশ  সম্পাদক-মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিবেদন), নির্বাহী সদস্য-বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (দি বাংলা স্কাই), নির্বাহী সদস্য-এ মান্নান (দৈনিক নতুন বাজার), নির্বাহী সদস্য-মোঃ ইলিয়াছ হোসেন রাজু, নির্বাহী সদস্য-শামিম শেখ (WN News)

আজকের ঘোষিত কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটিকে আগামী ৩০ নভেম্বর ২৩ইং তারিখের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির নামের তালিকা তৈরি করে অনুমোদনের জন্য ট্রাষ্টি বোর্ডের নিকট পাঠানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status