ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ র‍্যাব-৫ এর জালে গ্রেপ্তার-১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 November, 2023, 12:49 AM

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ র‍্যাব-৫ এর জালে গ্রেপ্তার-১

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ র‍্যাব-৫ এর জালে গ্রেপ্তার-১

বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার দুপুরে র‍্যাবের মিডিয়া বিভাগ থেকে প্রেরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণমাধ্যমকে।

বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার ১৮নভেম্বর দিবাগত রাত ২টায় রবিবার ১৯নভেম্বর র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার মহারাজপুরের বাগবাড়ীটোলা এলাকায় অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় আসামিসহ বিপুল পরিমাণ নিঃস্ফোরক দ্রব্য উদ্ধার করে জব্দ করে র‍্যাব সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনা রোধে চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। 

এর প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের পর, তার শয়ন ঘড়ের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে ০৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) ও ০২কেজি কয়লা উদ্ধার করে জব্দ করে
র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত ব্যাক্তি জেলা সদরের মহারাজপুর বাগবাড়ীটোলা এলাকার মোঃ মফিজুল ও মোছাঃ খাইরুন নেছার ছেলে মোঃ ইসমাইল (২৫), র‍্যাব জানায় বিস্ফোরকসহ হাতেনাতে গ্রেফতার করা হয় আসামীকে। 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন জানায় র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status