কিশোরগঞ্জ-১ আসনে জাসদের দলীয় মনোনয়ন নিলেন শারফুদ্দীন সোহেল
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জ-১ আসনে জাসদের দলীয় মনোনয়ন নিলেন শারফুদ্দীন সোহেল এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সালেক হোসেন রনি, সহ-সভাপতি মো. রিয়াজুর রাফী, মো. তানভীর হোসেন, প্রচার সম্পাদক এবিএম জাকারিয়া, দফতর সম্পাদক মিঠু বণিক, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রাথমিক মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, বিকাল ৩ টায়, বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এমপি এবং সদস্য অ্যাডভোকট রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |