সাকিবের ১০ বছর আগের স্ট্যাটাস ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() সাকিবের ১০ বছর আগের স্ট্যাটাস ভাইরাল শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের ফরম সংগ্রহ করা হয়। এরপর থেকেই আলোচনায় উঠে আসে সাকিবের নাম। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর সাকিবের দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই সময়ে ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না- সাকিব আল হাসান।’ শীর্ষক এক ফেসবুক পোস্টে নিজের একটি ছবি শেয়ার করে সাকিব লিখেছিলেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং জীবনেও রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বোর্ড সভাপতি আমাকে ক্রিকেট দলের পক্ষ থেকে প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং সেখানে আমি রাজনীতি সম্পর্কে একটি শব্দও বলিনি।’ সেই পোস্টে সাকিব আরও লিখেছিলেন, ‘তাই আমি আপনাদের অনুরোধ করবো, দয়া করে আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না। আমি আশা করি নিজেকে পরিষ্কার করতে পেরেছি।’ জানা গেছে, এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন সাকিব। শীঘ্রই তিনি দেশে এসে ফরম জমা দেবেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |