ঘূর্ণিঝড় মিধিলি: গভীর সমুদ্রে নিখোঁজ পাথরঘাটার ৩৯ জেলে, পরিবারে কান্নার আহাজারি
নতুন সময় প্রতিনিধি
|
মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে দুটি ট্রলারসহ নিখোঁজ হয় ৩১ জেলে। নিখোঁজ ট্রলার দুইটির মধ্যে এফবি এলাহি ভরসা নামে ট্রলারে ১৭ জন এবং এফবি তামান্না নামের ট্রলারে ১৪ জন জেলে ছিলেন। এছাড়া অন্য আরেকটি ট্রলার ডুবির ঘটনায় ৪ জেলেকে উদ্ধার করা হলেও এখনও সন্ধান মেলেনি ৮ জেলের। এতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজ জেলেদের স্বজনদের। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে দুইটি ট্রলার পাঠিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ মজিবুর রহমান, এ খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়ছে মেয়ে লামিয়াসহ স্বজনরা। জেলে মজিবুর রহমানের মেয়ে লামিয়া বলেন, গতকাল রাতে আমার বাবার নিখোঁজের সংবাদ পাই। এরপর থেকেই নানা আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছি। আমরা চাই আমার বাবাকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। আবুল কালাম কালু নামে নিখোঁজ আরেক জেলের ছেলে আরিফ বলেন, ‘আব্বা সোমবার (১৩ নভেম্বর) সাগরে মাছ শিকার করতে যান। এরপর তার সঙ্গে আমাদের আর যোগাযোগ হয়নি। আব্বা যে ট্রলারে ছিলেন ওই ট্রলার ডুবে যাওয়ার পর ১২ জেলের মধ্যে চার জেলেকে কক্সবাজারের একটি ট্রলার উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া নিয়ে আসেন। এরপর তারা ট্রলার ডুবির ঘটনা আমাদের ফোন করে জানান। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া নামের ট্রলারের মালিক আবদুর রহিম খলিফা বলেন, ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ আট জেলের সন্ধানে আরেকটি ট্রলার পাঠিয়েছি। ওই ট্রলারে আমার ছেলেও গেছে সাগরে। অন্যদিকে ১৭ জেলেসহ নিখোঁজ এফবি এলাহি ভরসা ট্রলারের মালিক রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিনগত রাত থেকে ট্রলারসহ জেলেদের কোনো সন্ধান পাচ্ছি না। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। ট্রলারসহ জেলেদের খুঁজে বের করতে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। ১৪ জেলেসহ নিখোঁজ এফবি তামান্নার মালিক আনোয়ার হোসেন বলেন, ৭০ লাখ টাকা খরচ করে ট্রলারটি তৈরি করেছি কিছুদিন হলো। এটিই ছিল এই ট্রলারের প্রথম সমুদ্রযাত্রা। এখন পর্যন্ত ট্রলারের কোনো হদিস পাইনি। খোঁজ মিলছে না ট্রলারে থাকা জেলেদেরও। এ বিষয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলে ও ট্রলারের সন্ধানে সমুদ্রে দুটি উদ্ধারকারী ট্রলার পাঠিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। এছাড়াও সমুদ্রে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ড।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |