ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
সিরাজগঞ্জে লবণ ভর্তি ট্রাকে গাঁজাসহ মাদক এক কারবারি আটক
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 18 November, 2023, 11:20 PM

সিরাজগঞ্জে লবণ ভর্তি ট্রাকে গাঁজাসহ মাদক এক কারবারি আটক

সিরাজগঞ্জে লবণ ভর্তি ট্রাকে গাঁজাসহ মাদক এক কারবারি আটক

সিরাজগঞ্জের ঢাকা- রংপুর মহাসড়কে লবণ ভর্তি একটি ট্রাক থেকে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক  করেছে র‌্যাব- ১২ । শনিবার ১৮ নভেম্বর দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার  ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে লবণ ভর্তি ট্রাক থেকে ৬৫.৫ কেজি গাঁজাসহ আবু হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর  অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর নির্দেশনায় ১৭ নভেম্বর সন্ধ্যা ৬ টার সময় র‌্যাব-১২  কোম্পানির অভিযানিক দল জেলার রায়গঞ্জ উপজেলাধীন  ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান চালিয়ে লবণ ভর্তি ট্রাক থেকে ৬৫.৫ কেজি গাঁজাসহ মোঃ আবু হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করে। এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, এবং নগদ ২৩,৬০০ টাকাসহ সাথে থাকা ট্রাক জব্দ করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী হলেন, নঁওগা জেলার পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া গ্রামের মোঃ আফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী জানায়, তারা প্রসাশনের চোখ ফাকিদিয়ে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটকৃৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status