চন্দনাইশে যৌতুকের জন্য শাশুড়ীর হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার চেষ্টা
মোঃ জাবের বিন রহমান আরজু ,চন্দনাইশ
|
![]() চন্দনাইশে যৌতুকের জন্য শাশুড়ীর হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার চেষ্টা গত ১৫ তারিখ বুধবার দুপুরে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সি ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তোহা সুলতানা উপজেলার বরকল ইউনিয়নের পশ্চিম বাইনজুরী, ৪ নং ওয়ার্ডের হারুন মেম্বারের বাড়ীর দিনমজুর আব্দুল খালেকের মেয়ে। ভুক্তভোগী তোহা সুলতানা জানান, তিন মাস আগে উপজেলার সাতবাড়ীয়া মুন্সি ভিটা গ্রামের কাতার প্রবাসী সাগরের সঙ্গে পারিবারিক মতে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের কোনো কথা না থাকলেও বিয়ের ১৫ দিন পার হতে না হতে শাশুড়ী নানান কৌশলে যৌতুকের কথা বলে অহেতুক ঝগড়াঝাটি তৈরি করে ও তার ছেলে সাগরকে যৌতুক আদায়ের জন্য চাপ প্রয়োগ করে। ছেলে এসবের পক্ষে না থাকায় ছেলেকে বিভিন্ন সময় গালিগালাজ করে এমনকি চোখেও আঘাত করেন তার মা রেজিয়া বেগম। ঘটনাচক্রে গত ১৫ তারিখ দুপুরে অন্তঃসত্ত্বা তোহাকে চেকাপ করতে আসা স্বাস্থ কর্মীর সামনে তার শাশুড়ী যৌতুকের টাকা না এনে পেটে বাচ্চা আনার দায়ে অহেতুক গালিগালাজ করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাহিরে নিয়ে গেলে গৃহবধূ তোহা মাঠিতে লুটে পড়ে। মাটিতে পড়ে যাওয়া তোহাকে বেদম মারধর করতে করতে এক সময় তলপেটে লাথি মেরে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করেন তার শাশুড়ী । এ সময় তোহাকে তার স্বামী সাগর উদ্ধারের চেষ্টা করলে সাগরের মা তার ভাই, ভাগিনা ও একদল সন্ত্রাসীর মাধ্যমে সাগরকে এলোপাতাড়ি লাঠিঘাত করতে থাকে। তাদের শোর চিৎকারে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিতে সরজমিনে এলাকাবাসীর কাছে জানতে চাইলে রেজিয়া বেগমের নামে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রামবাসীরা জানাই, রেজিয়া তার ভাইদের দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে আসছে। সে একজন লোভী দুশ্চরিত্রা মহিলা। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ছেলে বউকে নির্যাতন করে আসছে। একাধিক স্বামী থেকে বিতাড়িত রেজিয়া বিভিন্ন সময় অপরচিত লোকজন বাড়িতে নিয়ে এসে রাত্রি যাপন করে। মায়ের এসব বিষয় জেনে ছোট ছেলে ও মেয়ে অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। বড় ছেলের বউ তোহা সুলতানা এসব বিষয় স্বামীকে জানিয়ে দিলে বউয়ের উপর ক্ষিপ্ত হয়ে এ নির্মম হত্যাকাণ্ডের চেষ্টা চালাই বলে জানান। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ তোহা বাদী হয়ে শাশুড়ী রেজিয়া আক্তার (৫৫), শাশুড়ীর ভাই আব্দুল আলম (৫০), ভাগিনা ইউসুফ (২৫) সহ অজ্ঞাতনামা আরো দুইজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের কথা স্বীকার করে অভিযোগ তদন্তকারী চন্দনাইশ থানা এএসআই মোস্তাফিজ বলেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। অভিযোগকারী চিকিৎসা শেষে বাড়ি ফিরলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে মামলা রুজু করা হবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |