কবি কাজী নজরুল ইসলামের গান,বিকৃত করায় কুড়িগ্রামে প্রতিবাদ সভা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
এ আর রহমান কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বাশ্বত গান 'কারার ঐ লৌহ কপাট' বিকৃত সুরে গাওয়ার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী গানটি মূল সুরে গেয়ে কুড়িগ্রাম জেলাতেও সর্বত্র প্রতিবাদ করা হয়েছে। আমরা একাত্তর,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রামের আয়োজনে ১৮ নভেম্বর বেলা ৪টা থেকে৫.৩০টা পর্যন্ত ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় জেলা শহরের সর্বস্তরের বিভিন্ন সংগঠণের নেতৃব্ন্দ,সাহিত্য সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সূধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ ভারতের প্রখ্যাত সুরকার আমাদের জাতীয় কবির গানটি বিকৃত করায় তীব্র প্রতিবাদ সহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেন।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আমরা একাত্তর,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি ও সাহিত্যিক জ্যোতি আহম্মেদ,সাধারণ সম্পাদক বাবু দুলাল বোস, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, পৌরসভা ,কুড়িগ্রামের মেয়র কাজিউল ইসলাম,সলিডারিটি' র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট,কুড়িগ্রামের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: অমিত সরকার, মেঠজন সাহিত্য পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ইউসুফ আলমগীর, জাতীয় মহিলা পরিষদ,কুড়িগ্রামের সভাপতি প্রতিমা চৌধুরী,সাম্প্রতিক শিল্পী গোষ্ঠী' র সভাপতি শাহানুর রহমান,জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদ,কুড়িগ্রামের সাধারণ সম্পাদক সাতকড়ী রায় নীলু,বাসদ নেতা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক রুকু নুজ্জামান রুকু,উদীচী,কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু,কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিস বকসি,আহম্মেদুল কবির,সমাজ কর্মী আবুল কালাম আজাদ,লতিফুর রহমান লাল এবং সংগীত শিল্পী সন্ধ্যা চৌধুরী,আলমগীর প্রধান,শ্যামলী ভৌমিক,শ্রদ্ধা ভৌমিক,দিবাকর বোস প্রমূখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |