ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন নিলেন ইঞ্জি. মোশাররফ হোসেন এমপির পুত্র রুহেল
মোঃ সালাউদ্দিন রাসেল, মিরসরাই
প্রকাশ: Saturday, 18 November, 2023, 11:02 PM

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন নিলেন ইঞ্জি. মোশাররফ হোসেন এমপির পুত্র রুহেল

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন নিলেন ইঞ্জি. মোশাররফ হোসেন এমপির পুত্র রুহেল

চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র মাহবুব রহমান রুহেল। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির বড় ছেলে সাবেদুর রহমান সমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এনায়েত নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রায়হান কায়সার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রনা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মাহবুব উর রহমান রুহেল যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফিনল্যান্ডের আয়েশি জীবন ছেড়ে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং বাবার পাশে থেকে মিরসরাইয়ের সামাগ্রীক উন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়া দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি বেইজ লিমিটেড নামের একটি আইটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

এদিকে মাহবুব উর রহমান রুহেলের পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৭০’র নির্বাচনে এমএলএ এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাাচনসহ মোট সাত বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি দুই দুইবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়েরও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য হিসেবে  দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়ন পত্র নেয়ার পর মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘বাবার দেখানে পথেই আমি হাটতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। দল মনোনয়ন দিলে অবশ্যই মিরসরাই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status