চাঁপাইনবাবগঞ্জে র্যাব - ৫ এর অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জে র্যাব - ৫ এর অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জনতে পারে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন অটোরিকশা চালক এবং অটোরিকশা চালানোর আড়ালে সে মাদকের কারবার করে আসছে। এরপর থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র্যাব। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট থেকে শান্তির মোড় সড়কের চৌধুরীর মোড় এলাকায় মাদক বিরোধী তল্লাশি অভিযান চালায়। এসময় মাদকসহ ওই অটো চালককে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর মহল্লার মো. আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে রজব (৪০)। তার বর্তমান ঠিকানা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর কাচারী। অভিযানে আসামীর কাছথেকে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন ও অটোরিকশা জব্দ করা হয়। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানায় র্যাব। উল্লেখ্য, পূর্বেও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |