ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
পিতা-মাতার কবর জিয়ারত করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 November, 2023, 9:55 PM

পিতা-মাতার কবর জিয়ারত করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক

পিতা-মাতার কবর জিয়ারত করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক

রাজশাহী-৪(বাগমারা) আসনের তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক চতুর্থ বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলন করবেন। মনোনয়ন ফরম উত্তোলনের পূর্বে পিতা-মাতার কবর জিয়ারত করলেন তিনি। 

শনিবার ফজরের নামাজ শেষে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামের পারিবারিক গোরস্থানে গিয়ে পিতা-মাতার কবরে দোয়া করেন। এ সময় তাঁর সাথে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিকটাত্মীয়, গ্রামবাসী সহ অনেকে উপস্থিত ছিলেন। 

ইঞ্জিনিয়ার এনামুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হয়। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। টানা তিন মেয়াদে রক্তাক্ত বাগমারাকে করেছেন শান্তির জনপদ। অবহেলিত বাগমারা এখন উন্নয়নের রোল মডেল। 

নানামুখী উন্নয়নে পাল্টে গেছে অতীত চিত্র। হঠাৎ করে বাগমারায় আসলে অবাক হয়ে পড়েন লোকজন। কোন জায়গা থেকে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাগমারা। বাগমারার উন্নয়নের পেছনে রয়েছিল উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা আর সমর্থন। 

এরই মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর পিতা-মাতার কবর জিয়ারত করতে বাগমারায় ছুটে আসেন তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

ঢাকায় ফিরে স্মার্ট বাগমারা গড়ার লক্ষ্যে চতুর্থ বারের মতো রাজশাহী-৪(বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status