কুড়িগ্রামে ১৫ বোতল ইস্কাফ সহ ১ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশ গত ১৬ নভেম্বর দুপুরে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (ডিগ্রী কলেজপাড়া) এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আঃ রহিম (৫০)'কে ১৫ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন,কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তায় কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |